Smile of the Soil, Smile of the Earth

Matirhashi

The soil knows how to laugh, it also knows how to cry. When the soil laughs, the farmer laughs, the people of the Earth laugh. When the earth weeps, it also weeps all mankind. The ground has been crying for the past two decades. People laugh at lies. Time is coming, people really cry. We don't have time. The sorrow of the soil must be removed. Otherwise this cry will destroy people. "Matirhashi" is one such initiative, one such movement. "Matir Hashi" means the smile of the soil/earth.

মাটি হাসতে জানে, কাঁদতেও জানে।

মাটি যখন হাসে তখন কৃষক হাসে, মাটির মানুষগুলো হাসে।

মাটি যখন কাঁদে তখন সে সকল মানব জাতিকেও কাঁদায়।

গত দুই দশক ধরে মাটি কাঁদছে। মানুষ হেসেছে মিথ্যা। সময় আসছে, মানুষের সত্যি সত্যিই কাঁদার।

সময় নেই আমাদের হাতে। এখনি মাটির দুঃখ ঘুচাতে হবে। নয়তো এই কাঁদা মানুষকে ধ্বংসই করবে।

দুঃখ ঘুচিয়ে মাটির মুখে হাসি ফোটাতে ” মাটির হাসি ” একটি উদ্যোগ, একটি আন্দোলন।

Scroll to Top